বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

আদালতে বাংলায় রায় নিয়ে যা বললেন প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ এই পর্যন্ত দেখেছেন

বাংলায় রায় দেওয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। তবে ১৯৮৪ সালের পর থেকে যতগুলো আইন প্রণীত হচ্ছে, সবগুলো বাংলায়।

এর আগে যতগুলো আইন আছে, সব ইংরেজি। ইংরেজি থেকে বাংলা করা কঠিন কাজ না। তবে আবার খুব সহজও নয়। কারণ আইনের ভাষাগুলো একটু ভিন্নরকম।

শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

ওবায়দুল হাসান বলেন, বাংলায় রায় দিতে গেলে, ইংরেজি আইনগুলোকে শব্দান্তর করা না গেলেও ভাষান্তর করতে হবে। সেটা উদ্যোগ নিতে হবে সরকারকে। আমি আশা করি সরকার এ বিষয়ে উদ্যোগ নেবেন। আইন মন্ত্রণালয়ও উদ্যোগ নেবে ইংরেজি আইনগুলোকে ভাষান্তর করার।  তাহলে বাংলায় রায় লেখা সহজ হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102