শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার সুযোগ পাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ এই পর্যন্ত দেখেছেন

ভিসা ছাড়াই এখন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে ইসরায়েলিরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক টুইটে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। খবর: আল-জাজিরার।

এলি কোহেন বলেন, আমাদের যেমনটা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, আগামী নভেম্বর থেকে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার সুযোগ পাবে ইসরায়েলিরা।

যুক্তরাষ্ট্র সরকার এখনো এই ‘ভিসা ওয়েভার প্রোগ্রাম’ বা ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দেয়ার বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন দেশটির আরব দেশগুলো থেকে যাওয়া নাগরিকেরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102