শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

সন্ত্রাস নৈরাজ্য পরিহার করে সংশোধন হতে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এরমধ্যে বিএনপি যদি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙ্গে দেয়া হবে। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। এবার তারা আগুন ও অস্ত্র নিয়ে আসলে সেই হাত ভেঙে দেয়া হবে। কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারো নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। আওয়ামী লীগ কারো নিষেধাজ্ঞাকে নয়, পরোয়া করে এদেশের জনগণকে। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না।’

গোলাপ বাগের কর্মসূচির পর বিএনপির কোমর ও হাঁটু ভেঙে গেছে বলে কাদের বলেন, ‘এখন বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর ভর করেছে। তাদের সব আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না।’

দেশের মানুষকে সংকটে হতাশ না হওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শীঘ্রই সব সংকট কেটে যাবে। হতাশ হবেন না। নির্বাচনে না আসলে বিএনপি খেলার আগেই হেরে যাবে।’

তারেক রহমান নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আছে জানিয়ে কাদের বলেন, জেমস এফ মরিয়ার্টি বিএনপির পলাতক নেতা তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছেন। সেই নেতা এখন লন্ডনের টেমস নদীর ওপারে পড়ে আছে। আর তারা ভিসা নীতি নিয়ে বড় বড় কথা বলেন কোন মুখে?

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102