রবিবার, ১১ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে

চিকিৎসক আব্দুস সালাম কারাগারে

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে আদালতের স্বতঃপ্রণোদিত মামলায় মেহেরপুরের দারুস সালাম ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় কোর্টের বিচারক মো. তরিকুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন আসামি। বিচারক আবেদন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের মিলন হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দারুস সালাম ক্লিনিকে ভর্তি হন। রাত ১০টার দিকে ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালাম অপারেশন শুরু করেন। তিনি একাই অ্যানেসথেসিয়ার কাজও করেন। সে সময় অপারেশন টেবিলেই সুমাইয়ার মৃত্যু হয়।

বিভিন্ন পত্রিকায় এই ঘটনার সংবাদ প্রকাশিত হলে ৩০ জানুয়ারি মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এসএম শরিয়ত উল্লাহ বিষয়টি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন। মামলা নং মিসকেস ০২/২০২৩। মামলায় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন আদালত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102