পঞ্চগড় সদর থানাধীন শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন) চাঁনপাড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে । রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে সকাল ১১.০০ ঘটিকায় পুজা অর্চনার আয়োজন করা হয়। পূজা আর্চনা শেষে শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন) চাঁনপাড়ায় আলোচনাসভা শেষে বিকালে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে জালাসী, চৌরঙ্গী মোড় ও জেলা প্রশাসক কার্যালয় প্রদক্ষীণ করে উৎসস্থল শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন) চাঁনপাড়ায় শেষ হয়।
উক্ত রথযাত্রায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।নিউজ /এমএসএম