৭৯ মিনিট পর্যন্ত শক্তিশালী লেবাননকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে ৮০তম মিনিটে ঘটে ছন্দপতন। রক্ষণের ভুলে গোল হজমের পর যোগ করা সময়ে আরো একটি গোল খায় বাংলাদেশ। ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নিজেদের রক্ষণ জমাট রাখায় আক্রমণ শানিয়েও তেমন সুবিধা করতে পারছিল না লেবানন। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে বাংলাদেশ।
৮০তম মিনিটের সময় বল ক্লিয়ার করার জন্য শট করেন তপু। প্রতিপক্ষের খেলোয়াড়েরর পায়ে বল লাগার পর বল যায় তারিকের পায়ে। তিনি বল নিয়ন্ত্রণে না নিতে পারায় বল যায় লেবাননের কারিম দারউচের পায়। তার পাসে বাংলাদেশের জালে বল জড়ান হাসান মাতৌক।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করিম দারবিশের পাসে বাংলাদেশের জালে আরও এক গোল দেন খলিল। তাতে বাংলাদেশের গোল শোধ দেওয়ার আশাও শেষ হয়ে যায়।
সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। দেশটিকে হারিয়ে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ। সাফে আগামী রোববার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ক্যাবরেরার শিষ্যরা। সেই জামাল ভূইয়াঁদের জন্য বাচা-মরার ম্যাচ।
নিউজ /এমএসএম