শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

একমাত্র

টেস্ট খেলতে বাংলাদেশে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫৬ এই পর্যন্ত দেখেছেন

সিরিজের একমাত্র টেস্ট খেলতে আজ শনিবার বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রথম দফায় হাসমতউল্লাহ শহিদীর দল এই একটি টেস্টই খেলবে। যেখানে দলটির প্রথম বহরে স্কোয়াডের ১০ এসেছেন।

আজই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে।

আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়। এই টেস্ট শেষে দলটি ফিরে যাবে।

এরপর দ্বিতীয় দফায় জুলাইয়ের শুরুতে আবারও আসবে তারা। ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আফগান টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102