রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

দীর্ঘ সাত বছর

সৌদিতে আজ দূতাবাস খুলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ সাত বছর সৌদি আরবে আবারও দূতাবাস চালু করছে ইরান। রাজধানী রিয়াদে কাল নতুন করে ইরানের দূতাবাস চালু করা হবে।

সোমবার রিয়াদের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতির নেতৃত্বে ফের এ দূতাবাস চালু হবে। এর আগে কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। চীনের মধ্যস্থতায় গত মার্চে চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্ব›দ্বী সৌদি আরব ও ইরান ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তির ঘোষণা দিয়েছিল।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইরানি দূতাবাস উদ্বোধন করা হবে। তবে তেহরানে সৌদি আরব কবে নাগাদ ফের দূতাবাস চালু অথবা কাকে রাষ্ট্রদূত নিযুক্ত করবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ১০ মার্চ চীনের মধ্যস্থতায় ফের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের এক চুক্তিতে স্বাক্ষর করে। চীনের মধ্যস্থতায় গত মার্চে চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তির ঘোষণা দিয়েছিল।

সৌদি আরব ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিয়া এই নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাস ও উত্তরপশ্চিমাঞ্চলীয় মাশাদ শহরে সৌদি কনস্যুলেটে হামলা চালায় ইরানের ক্ষুব্ধ জনতা। ওই ঘটনার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102