মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

তথ্য কমিশনকে তিন কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার আহ্বান গণমাধ্যমকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

সঠিক সময়ে নির্বিঘ্নে সংবাদ প্রচারের লক্ষ্যে ৩০ দিনের পরিবর্তে তিন কার্যদিবসের মধ্যে তথ্য কমিশনের কাছে তথ্য পাওয়ার আহবান জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

বুধবার (৩১ মে) আগারগাঁও তথ্য কমিশনে ‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান তারা। তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিতকরণ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সুচিন্তিত মতামত গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক-এর সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

এ সময় প্রধান তথ্য কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। দেশ ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার প্রধান সোপান হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা যার অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন।

ডক্টর আবদুল মালেক আরো বলেন, বিশুদ্ধ তথ্য সম্বলিত গভীরতর অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর। তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সাংবাদিকদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত আহবান করেন প্রধান তথ্য কমিশনার। পরে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংবাদকর্মীরা।

কর্মশালায় অংশগ্রহণকারী সংবাদকর্মীরা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্রুততার সাথে তথ্য পাওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে। সংবাদকর্মীদের নানা সময় তথ্য পেতে বিলম্ব হয়, তাতে সঠিক সময়ে সংবাদ প্রচারে বিঘ্ন ঘটে। তাই কমিশনের কাছে ৩০ দিনের পরিবর্তে তিন কার্যদিবসের মধ্যে তথ্য পাওয়ার আহবান জানানো হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। কর্মশালা সঞ্চালনা করেন তথ্য কমিশনের সচিব ড. মো. আ. হাকিম। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রধান প্রতিবেকদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102