শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

১ জুন থেকে কার্যকর

ক্রিকেটের তিন নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৯৫ এই পর্যন্ত দেখেছেন

প্লেয়িং কন্ডিশনে নতুন তিনটি নিয়ম পরিবর্তনে অনুমোদন দিয়েছে আইসিসির প্রধান নির্বাহী কমিটি। যেটি আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

তার একটি অন ফিল্ড আম্পায়ারের আউট দেওয়ার ক্ষেত্রে সফট সিগন্যাল সংক্রান্ত। একটি বাধ্যতামূলক হেলমেট পরিধান সংক্রান্ত। এবং ফ্রি হিটের নিয়মেও সামান্য পরিবর্তন আনা হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী মাঠে কোনো আউট নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হলে ফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দিয়ে টিভি আম্পায়ারের সহযোগিতা নিতেন। ১ জুন থেকে চালু হতে যাওয়া নতুন নিয়মে এটি থাকছে না। এখন থেকে ফিল্ড আম্পায়ারের কোনো সফট সিগন্যাল দিতে হবে না। তিনি সরাসরি টিভি আম্পায়ারের কাছ থেকে জেনে নিবেন ব্যাটসম্যান আউট হয়েছেন নাকি আউট হননি।

এ বিষয়ে আইসিসি এক বিবৃতিতি জানিয়েছে, ফিল্ড আম্পায়ার যেকোনো সিদ্ধান্ত দেওয়ার আগে টিভি আম্পায়ারের সঙ্গে আলোচনা করে নিবেন। ক্রিকেট কমিটির গেল কয়েক বছরের সভায় সফট সিগন্যাল নিয়ে আলোচনা হয়েছে। কমিটি লম্বা সময় ধরে আলোচনা করে এ বিষয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এটা অপ্রয়োজনীয়। ক্যাচের ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য।’

আর তিনটি ক্ষেত্রে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করেছে আইসিসি। সেগুলো হলো-
১. পেস বোলারের বল মোকাবিলার সময় ব্যাটসম্যানকে অবশ্যই হেলমেট পরতে হবে।
২. উইকেটরক্ষক যখন উইকেটের খুব কাছ থেকে কিপিং করবেন তখন অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। এবং
৩. কোনো ফিল্ডার যখন ব্যাটসম্যানের খুব কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন তখন।

এ বিষয়ে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘সভায় আমরা খেলোয়াড়দের নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করেছি। যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিটি সভায় সিদ্ধান্ত নিয়েছে উক্ত তিন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট পরা বাধ্যতামূলক করার।

এছাড়া ফ্রি হিটের নিয়মে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যদি ফ্রি হিটে কোনো ব্যাটসম্যান বোল্ড আউট হন এবং রান নেন তাহলে সেটি তার নামের সাথে যুক্ত হবে। আগে যেটি বাই রান হিসেবে যুক্ত হতো।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102