শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বৃষ্টলে

ফ্রেন্ডস এন্ড কলিগস লিজেন্ড কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

খায়রুল আলম লিংকন
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

বন্ধু সহকর্মীদের মধ্যে সম্প্রীতি, মেলবন্ধন সৃষ্টি, বর্তমান প্রজন্মের কাছে ব্যাডমিন্টন খেলাকেজনপ্রিয় করে তুলতে  সমগ্র বৃটেনের ব্যাডমিন্টন খেলোয়ারদের মধ্যে যোগসুত্র স্থাপন করার লক্ষ্যে সমগ্র বৃটেনের বিভিন্নশহরের খেলোয়ারদের নিয়ে গতকাল বৃষ্টল অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস এন্ড কলিগস লিজেন্ড কাপ ব্যাডমিন্ট টুর্ণামেন্ট ২০২৩।

জিয়াউল হক এর আয়োজনে বৃষ্টলে ফ্রেন্ডস এন্ড কলিগস এর উদৌগে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন বয়সেরখেলোয়ারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে এন্ড বি বি এন্ড বি ক্যাটাগরির ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।

খেলায় চ্যাম্পিয়ান ইমাম সিয়াম জুটিকে নগদ £৪০০ পাউন্ড চ্যাম্পিয়না ট্রফি, রানার্স আপ আবিদ সুলতান জুয়েলআহমদকে নগদ £২০০ পাউন্ড রানার্স আপ ট্রফি, তৃতীয় স্থান অধিকারী জয়নাল আবেদীন মামুন, চতুর্থ স্থান সুহান খান রেহান জুটি, প্লেয়ার অফ দা টুরণামেন্ট জুয়েল আহমদকে ট্রফি প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফ্রেন্ডস এন্ড কলিগস গ্রুপের সদস্য হাফিজুর রহমান, দিলাবর হোসেন, ফজলুর রহমান আকিক, মোসলেহ আহমদ, রিপন খান, মনোহর আলী, দিলাওর মিয়া, আলাউদ্দীন বাবুল, আব্দুল রকিববাবুল, ওমর ফারুক, রাজা মিয়া, ফকরুল আলী, শাহীন মিয়া প্রমুখ। টুর্ণামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্নবয়সের খেলোয়ার সহ ফ্রেন্ডস এন্ড কলিগস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাত রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হারুন রাজা।

অতিথিবৃন্দ আয়োজকদের রকম প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে কমিউনিটি তথাবাংলাদেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102