রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন ও দেশকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১০ মে) নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর অন্তর্গত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলার পক্ষ থেকে উপজেলাব্যাপী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও পুরনো সদস্যদের নবায়ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগে তার সদস্যপদ নবায়ন করেন তিনি।

এ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলাস্থ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া’র ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’-এর উদ্বোধনী করেন।

রংপুর জেলার জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জন ও ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায় ও সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রিন্সিপাল মো. রাশেদুন্নবী উপস্থিত ছিলেন।

‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ উপলক্ষে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার সুদক্ষ নেতৃত্বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে, শিশুদের টিকাদান কর্মসূচি সফল হয়েছে ও সারাদেশের জনগণকে সুষ্ঠুভাবে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। তিনি বলেন, মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদান এক অনন্য উদাহরণ।

কমিউনিটি ক্লিনিক জনগণকে স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে ৩২ ধরনের ওষুধ জনগণকে সরবরাহ করা হচ্ছে।

বক্তব্য শেষে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’-এর বিভিন্ন বুথ পরিদর্শন করেন তিনি। এ সময় সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন তিনি।

এরপর পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘স্বপ্নীল স্বদেশ’ একটি ফোয়ারা উদ্বোধন করেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ কর্তৃক সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রাণী রায়, উপজেলা প্রশাসনের সদস্যরা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চিকিৎসা সেবা প্রার্থী সাধারণ জনগণ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102