পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীর পানিতে ডুবে মুসফিকুর রহমান ( ১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পিতার নাম মোঃ খাবিরুল ইসলাম তিনি সাহেব জোত গ্রামের বাসিন্দা।
সোমবার (৮ মে ) বিকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেব জোত গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, মুশফিকুর মহানন্দা নদীতে তার বাবাকে খুজতে গিয়ে পানিতে পড়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিশাদ শবনম তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক হাসপাতালে ছুটে যান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ছেলেটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।