সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বাঙালি জাতির  ঐতিহ্য ও সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪৩০ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকাল সাড়ে ৯ টায় জেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত ও বর্ষবরণ রবীন্দ্র সঙ্গীত ” এসো হে বৈশাখ এসো এসো” গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বর্ণিল আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি কালেক্টর স্কুল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বড় মাঠ ষ্টেশন ক্লাবে গিয়ে সমাপ্ত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ কারিদের অনেকের হাতে বাংলার চিরায়ত ঐত্যিহের ধারক বিভিন্ন মাস্ক, প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার ও বাহারী পোষাক পরিধান করতে দেখা যায়। এসময় মঙ্গল শোভাযাত্রায়  সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে  জনসমুদ্রে পরিণত হয়। হাতে বিভিন্ন ফেস্টুন এতেকরে মঙ্গল শোভাযাত্রায় বাংলার বিভিন্ন সাংস্কৃতিক চিত্র ফুটে উঠে। পরে ওই মাঠে এক আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102