রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

২০২৩ বিশ্বকাপ নিকটে

এখনই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার সেরা সময়: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপের বছরে কোচ পরিবর্তনের রীতি আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা দেখা যায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ঝুঁকিটা নিয়েছে। কোচ রাসেল ডমিঙ্গোকে ‘সরিয়ে’ পুরোনো কোচ চন্ডিকা হাথুরুসিংহকে ফিরিয়েছে বিসিবি।

২০১৭ সালে বাংলাদেশের চাকরি ছাড়ার পর ছয় বছর পর আবার ফিরেছেন ৫৪ বছর বয়সী কোচ। এর আগেও একাধিকবার হাথুরুসিংহকে চেয়েছিল বিসিবি। কিন্তু তিনি রাজি না হওয়ায় ফেরেননি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালিন তাকে আবার প্রস্তাব দেওয়া হলে লুফে নেন হাথুরুসিংহে।

কয়েক মাসের মধ্যেই নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরলেন তিনি। দায়িত্ব গ্রহণ করে বুধবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাথুরুসিংহে। নিজের প্রথম প্রশ্নেই ধারণা দেওয়ার চেষ্টা করলেন, ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করে ফিরেছেন তিনি।

‘আমি চলে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেছি। সময়ে সময়ে আমার সঙ্গে অনেক খেলোয়াড়, কর্মকর্তার যোগাযোগ হয়েছে। সেটা বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে। বাংলাদেশ ক্রিকেট সব সময়ই আমার হৃদয়ে আছে। কারণ, সেটা ছিল আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ব্যাক অব দ্য মাইন্ডে ছিল আবার বাংলাদেশে ফিরবো। কিন্তু ভাবিনি এতোটা দ্রুত হবে।’

‘বিশ্বকাপ চলাকালিন প্রেসিডেন্ট (বিসিবি) এবং কিছু অফিসিয়ালের সঙ্গে বৈঠক করেছি। সেখানেই আলোচনা হয়েছিল বাংলাদেশের দায়িত্ব নেওয়ার। ভেবেছি এখনই সেরা সময় এখানে ফেরার। ২০২৩ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আছে। নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষে আসলে দেরি হয়ে যাবে। তাই বিগ ব্যাশ শেষ হওয়ার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিই এখনই ভালো সময় বাংলাদেশে ফেরার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102