শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন পাঠদান হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, এটা নতুন শিক্ষাক্রমে অনুমোদিত। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় দিন ক্লাস ছিল। সেই সময় আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ দিন ক্লাস করেছি। তখনই বলেছি, আগামী বছর শিক্ষাক্রমে পাঁচ দিন ক্লাস হবে। সারা পৃথিবীতে যা নিয়ম, আমাদের বাংলাদেশেও পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে আর দুই দিন ছুটি থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি বিভাগে গত পাঁচ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। চার বছরে সমস্ত বিদ্যালয়ে সাধারণ শিক্ষক নিয়োগ হয়েছে। এরপরও সব সময় কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ সব সময় শূন্য হবে। আবার আমরা সেই পদগুলোতে লোক নিয়োগ করব। এই নিয়োগটি খুব সহজ প্রক্রিয়া নয়। পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সেই প্রক্রিয়াটিও চলমান। আমাদের শিক্ষক সংকট এ মুহূর্তে নেই। কোথাও পদ শূন্য হলে সেটা পূরণ হয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নগর পিতা জিল্লুর রহমান জুয়েল ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102