সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপককে অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় ওই বাগানের ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব দেওয়ায় তা বাতিল এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রেমনগর চা-বাগানের চা শ্রমিকরা।

বুধবার বিকালে প্রেমনগর চা বাগানের ফেক্টরির সামনের সড়কে কয়েকশ নারী-পুরুষ চা শ্রমিক ’’শ্রমিক বাচাও, চা শিল্প বাচাও’’ শ্লোগান সম্বলিত প্রতিবাদী ব্যানার নিয়ে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নিয়ে সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে অবাঞ্চিত ঘোষণা করেন।

মানববন্ধন চলাকালে চা-শ্রমিকরা ওই ব্যবস্থাপকের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী কেলেংকারীর গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি ওই বাগানের ব্যবস্থাপক থাকা অবস্থায় চা শ্রমিকদের নানাভাবে হয়রানী করেছেন। স্থানীয় ইউপি সদস্য কয়েছ আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু।

মানববন্ধনে ভলা ভুমিজ, কিশুন পাশি, রেবাতি ভৌমিজ,জলি কর্মকারসহ একাধিক চা শ্রমিকরা বক্তব্য রাখে। তারা বলেন, বাহাউদ্দিন লিটন দ্বায়িত্বে থাকাকালে চার থেকে পাঁচজন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে দিয়েছেন। প্রতিবাদ করার কারণে আমাদের একজন বাবুকে গালিগালাজ করেছেন। তিনি যদি আবারও এই বাগানে আসেন আমরা সাধারণ চা শ্রমিকরা মেনে নেবে না। তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবেও চাইনা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চলতি বছরের আগষ্ঠ মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চাবাগান থেকে বদলী হয়ে এনটিসির মালিকানাধীন পারকুল চা-বাগানে ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব নেন। একই সময়ে প্রেমনগর চা-বাগানে ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব নেন ওই বাগানেরই সাবেক সহকারী ম্যানেজার রাসেদুল হাসান রনি। চলতি মাসের ৩০ ডিসেম্বর পারকুল চাবাগান থেকে বদলী হয়ে প্রেমনগর চা-বাগানে ফের দ্বায়িত্ব নিচ্ছেন দেওয়ান বাহাউদ্দিন লিটন আর বর্তমান ব্যবস্থাপক বদলি হয়ে ৩০ ডিসেম্বর একই তারিখে দ্বায়িত্ব নিচ্ছেন পারকুল চা-বাগানের।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102