শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ ওয়েলসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন হত্যা মামলার আসামিকে খালাসের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত

৫৫০ কেজি লাগেজ নিয়ে ইতালি পৌঁছালো ব্রাজিলের কোচ ও তিন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

আর কয়েকদিন পরেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ইতোমধ্যে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলো কাতারে যেতে শুরু করেছে। তবে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ব্রাজিলের কোচ তিতে, সাপোর্টিং স্টাফ ও তিন ফুটবলার ইতালির পাইডমন্ট অঞ্চলের রাজধানী তুরিনে পৌঁছেছেন।

রোববার যখন তারা ব্রাজিলের রিও ডি জেনিরো বিমান বন্দরে আসেন তখন তাদের সঙ্গে ছিল ৫৫০ কেজি ওজনের ব্যাগেজ ও লাগেজ। তিন ফুটবলার হলেন গোলরক্ষক ওয়েভার্টন, মিডফিল্ডার এভারটন রিবেইরো ও স্ট্রাইকার পেদ্রো।

ব্রাজিলের বিশ্বকাপ দলের বাকি খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন লিগে খেলছেন। তারা শিগগিরই তুরিনে দলের সঙ্গে যোগ দিবেন। সেখানে তারা জুভেন্টাসের মাঠে ১৮ তারিখ পর্যন্ত অনুশীলন করবে। এরপর ১৯ নভেম্বর কাতারের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

রিও ডি জেনিরো বিমানবন্দরে তাদের বিদায় জানান ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডলান্ডো রদ্রিগুয়েজ। সেখানে তিনি জানান, ব্রাজিল এবার হেক্সা জিতবে। তারা বিশ্বকাপের শিরোপা জেতার জন্য, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে।

আগামী শনিবার কাতারের দোহায় পৌঁছালেও নেইমার-ভিনিসিউসরা বিশ্বকাপ মিশনে মাঠে নামবে ২৫ নভেম্বর। এদিন রাত ১টায় ‘জি’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। এরপর ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর ৩ ডিসেম্বর রাত ১টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে তাহলে টানা ৪০ দিন থাকতে হবে এই সফরে। সে কারণে প্রত্যেকের ব্যাগেজ ও লাগেজই হচ্ছে বড়। ৫৫০ কেজির ব্যাগেজে জার্সি রয়েছে ১ হাজার পিস। এছাড়া ট্রেনিং ইকুয়েপমেন্টস, ওষুধ ও অন্যান্য সামগ্রী রয়েছে।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এডারসন ও ওয়েভার্টন।

ডিফেন্ডার: ব্রেমের, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, দানিয়েল আলভেস, অ্যালেক্স সান্দ্রো ও অ্যালেক্স তেল্লেস।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, এভারটন রিবেইরো, ফ্যাবিনহো, ফ্রেড ও লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: অ্যান্টন, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, নেইমার জুনিয়র, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102