শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

নিউইয়র্কে করোনার টিকা শেষ হয়ে আসছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

নিউইয়র্কে করোনার টিকার মজুত ২২ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও। গত এক সপ্তাহে নগরীতে দুই লাখ ২০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।

মেয়র ব্লাজিও জানিয়েছেন, নগরীর স্বাস্থ্য বিভাগের কাছে এখন মাত্র এক লাখ ১৬ হাজার টিকা মজুত রয়েছে। যে হারে নিউইয়র্ক নগরীতে টিকা দেওয়া হচ্ছে, তাতে নতুন সরবরাহ না হলে ২২ জানুয়ারির পর টিকাদান কর্মসূচি স্থগিত রাখতে হবে।

মেয়র বলেন, আগামী ২৬ জানুয়ারির মধ্যে টিকার অতিরিক্ত সরবরাহ নিউইয়র্কে পৌঁছানোর কথা। টিকা আসলে ২৭ জানুয়ারি থেকে আবারও টিকাদান কেন্দ্রগুলো চালু করতে হবে। নিউইয়র্ক নগরীতে এর মধ্যেই সাড়ে চার লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকলে এ সপ্তাহেই নিউইয়র্কে আরও তিন লাখ লোককে টিকা দেওয়া সম্ভব হতো।

নিউইয়র্কে টিকা দেওয়ার জন্য দিন-রাত সার্বক্ষণিক কেন্দ্র খোলার কথা জানিয়েছেন মেয়র। জো বাইডেনের নির্বাচনী প্রচারের বক্তব্য উল্লেখ করে ব্লাজিও বলেছেন, ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে দেশজুড়ে ১০ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কথা বলেছিলেন জো বাইডেন।

গত সপ্তাহে ফাইজার কোম্পানির কাছে নিউইয়র্কের গভর্নর অতিরিক্ত ভ্যাকসিন সরাসরি বিক্রি করার অনুরোধ জানিয়েছিলেন। ফাইজার জবাবে জানিয়েছে, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া তারা সরাসরি নিউইয়র্ক রাজ্য সরকারের কাছে টিকা বিক্রি করতে পারবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102