মোঃ আবুবকর সিদ্দিকঃ খুলনার কয়রায় নানা আয়োজনে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর সার্বিক সহযোগীতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
এই উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (বুধবার) দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল,কেক কাটা, আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি , বস্ত্র ও খাদ্য বিতরন, দোয়া ও মিলাদ মাহফিল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারন সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্ব এই আয়োজন করেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। কয়রা উপজেলা ছাত্রলীগ জননেত্রীর ভ্যানগার্ড হয়ে প্রিয় নেত্রীর সকল সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।
এ সময় তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
পরে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷