নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৭১৮ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম