শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাহরাইনে চলমান ২১তম এশিয়ান অনূর্ধ্ব-২০ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২২ –এর কোয়ার্টার ফাইনাল উঠেছে বাংলাদেশ।

শুক্রবার (২৬ আগস্ট) ক্লাসিফিকেশন রাউন্ডের (১-১২) ম্যাচে শক্তিশালী কাতারকে ২০-২৫, ২৫-১৯, ২৫-১৮, ২৩-২৫ ও ১৫-৯ পয়েন্টে (৩-২ সেটে) হারিয় শেষ আট নিশ্চিত করে। শনিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তান কিংবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।

আজ কাতারের বিপক্ষে বাংলাদেশ প্রথম সেট হেরে যায় ২০-২৫ পয়েন্টে। তবে দ্বিতীয় সেট ২৫-১৯ ব্যবধানে জিতে নেয়। এরপর তৃতীয় সেটও জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে। তবে চতুর্থ সেটে গিয়ে ২৩-২৫ ব্যবধানে হেরে যায়। তাতে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানে বাংলাদেশের যুবারা জয় পায় ১৫-৯ পয়েন্টের ব্যবধানে। তাতে ৩-২ সেটের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইরাককে ৩-১ সেটে ও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ সেটে হেরে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাসিফিকেশন রাউন্ড তথা ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় বাংলাদেশ।

আজ থেকে শুরু হলো ফাইনাল রাউন্ডের ম্যাচ। ফাইনাল রাউন্ডের ১২টি দল থেকে ৮টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। ইতোমধ্যে ভারত, বাহরাইন, সৌদি আরব, ইরান ও বাংলাদেশ শেষ আট নিশ্চিত করেছে। 

২২ আগস্ট থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২৯ তারিখ পর্যন্ত। যেখানে ১৭টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে প্রিলিমিনারি রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে।

র‌্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়ায় এই টুর্নামেন্টে ভালো করতে পারলে র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের। ২২২ দেশের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ৮৫তম অবস্থানে উঠেছিল। বর্তমানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১০৫।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102