মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা মো. ফয়সাল ইমরান গতকাল বুধবার রাতে ব্রেন স্ট্রোক করে মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যু বরণ করেছেন । তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো. হারুন মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল বুধবার রাতের খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ঘুমাতে যান ফয়সাল। ঘুমাতে যাওয়ার পর তিনি হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফয়সাল ইমরানের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বাড়িতে তার পরিবার সহ সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।