মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

ঋষি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারবেন না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনের প্রধানমন্ত্রীর নির্বাচনে দিন দিন পিছিয়ে পড়ছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঋষি সুনাক। রাজনৈতিক বিশেষজ্ঞদের অধিকাংশের মত, ঋষি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে দেশটির সাব্কে অর্থমন্ত্রী ঋষির রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে? সেই প্রশ্নের সাফ উত্তর দিয়েছেন দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও ২-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবন ও তার দল কনজারভেটিভ পার্টি নিয়ে কথা বলেছেন ঋষি সুনাক।

রেডিও শো’তে ঋষি সুনাক বলেছেন, ‘গত কয়েক বছর ধরে সরকারে থেকে আমি একটি বিষয় উপলব্ধি করেছি- ইচ্ছা না থাকলেও বড় নেতাদের সঙ্গে সহমত হতে হয়। পুরো বিষয়টি আমার কাছে খুব কঠিন লেগেছে। ওই পরিস্থিতিতে আমি আর পড়তে চাই না।

ঋষির এমন বিস্ফোরক মন্তব্য করার পরেই স্পষ্ট হয়ে গিয়েছে, লিজ ট্রাসের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারে ঠাঁই হবে না তার। তার কথা কনজারভেটিভ পার্টির মধ্যে থাকা দ্বন্ধও স্পষ্ট হয়ে উঠেছে।

ব্রিটেনের রাজনৈতিক মহলের অনেকেই অনুমান করছেন, লিজ ট্রাস সম্ভবত ঋষিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চান। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঋষি সাফ জানিয়ে দেন, ‘এসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। লিজ হয়তো এই বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। নিজের জন্য বা অন্য কারোর জন্য কাজ খুঁজছি না আমি।’

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ঋষির পিছিয়ে পড়ার অন্যতম কারণ হল, অর্থনীতি সম্পর্কে জনতুষ্টিমূলক নীতি গ্রহণ করতে পারেননি তিনি। সেই প্রসঙ্গে ঋষি বলেছেন, ‘আমি সৎভাবে নির্বাচনে জিততে চাই। শুনতে ভালো লাগবে, এমন প্রতিশ্রুতি দেবো না আমি। বরং যে কথা দেশের মানুষের শোনা দরকার, সেই কথাই সবাইকে জানাতে চাই।’

গত বছর হঠাৎ করে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ঋষি। তারপরই ভেঙে পড়ে বরিস জনসনের সরকার। প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বরিস।

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। বিশেষজ্ঞদের মতে, তারপরে আলাদা করে নিজের দল গঠন করতে পারেন ঋষি সুনাক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102