আদালত রির্পোটার: অর্থপাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদারের অন্যতম সহযোগী পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) কোম্পানির পরিচালক খবির উদ্দিন।
তিনি নিজে ও তার পরিবারের সদস্যদের মাধ্যমে প্রায় দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ অভিযোগের ভিত্তিতে খবিরের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। তাদের হাইকোর্টে হাজির করা হয়েছে। সেখানে হয়েছে শুনানি। এসময় হাইকোর্ট তাদের দুজনের পাসপোর্ট জমা নেন। অন্যথায় তারা আদালত থেকে বের হতে পারবেন না বলেছেন হাইকোর্ট। শর্তের মধ্যে রয়েছে, ৩০ দিনের মধ্যে পিপলস লিজিংয়ের পরিচালনা বোর্ডের কাছে ১০ কোটি টাকা জমা দিতে হবে। এছাড়া দুই বোনসহ তাদের পরিবারের মোট ১১ জনের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র জমা দিলে তারা র্যাবের হেফাজত থেকে মুক্তি পাবেন।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে হাইকোর্টে বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের একক (কোম্পানি কোর্ট) বেঞ্চে তাদের হাজির করা হয়।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম