শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

নারী এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকবাজকে এমনটি জানিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরটি বসবে। আগামী ১ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সুজন বলেন, ‘আমরা সিলেটে এশিয়া কাপটা আয়োজন করব। আমরা সেখানে আগেও আইসিসির ইভেন্টগুলো আয়োজন করতে পেরেছি, আশা করছি এই টুর্নামেন্টটাও আয়োজন করতে পারব।’

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর কোনো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি সিলেট। এছাড়া এশিয়া কাপ দিয়েই দীর্ঘ বিরতির পর নারী ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালের অক্টোবরে দেশের মাটিতে খেলেছিলেন টাইগ্রেসরা!

৭টি দল নিয়ে এই টুর্নামেন্টে হবে। দেশগুলো হলো, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।

সুজন আরও বলেন, ‘সাতটা দল খেলবে এই টুর্নামেন্টে। উইকেটকে বিশ্রাম দেওয়ার বিষয়ও আছে। ফলে দুই মাঠেই খেলা হবে এই টুর্নামেন্টে।’

বাংলাদেশ এই ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সবশেষ ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের দল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102