মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের তরুণরা গাঁজায় বিভোর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে আমেরিকায় কিশোর-কিশোরী এবং তরুণদের মধ্যে গাঁজা ব্যবহারের হার বিপুল পরিমাণে বেড়েছে। এই সমীক্ষা চালানো হয়েছিলো ১৯-৩০ বছর বয়সিদের মধ্যে।

সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক তরুণের মধ্যে এক জন প্রায় প্রতি দিন গাঁজা সেবন করেছেন। 

সমীক্ষা হতে আরও জানা যায়, গত ১০ বছরের তুলনায়, গত বছর দৈনিক গাঁজা সেবনের হার প্রায় দ্বিগুণ হয়েছে। আগের বছরগুলোর তুলনায় ২০২১ সালে, গাঁজার ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ। শুধু গাঁজা নয়, ব্যবহার বেড়েছে নিকোটিনেরও। 

এ প্রসঙ্গে গবেষকরা বলছেন, “কোভিড স্ফীতির বাড়াবাড়ি পর্যায়ে এই ধরনের নেশার সামগ্রীর ব্যবহার বন্ধ ছিল। কোভিড পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই, ফের বৃদ্ধি পেয়েছে এই ধরনের সামগ্রীর ব্যবহার।”

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্য অনুসারে, অতিরিক্ত মাদক সেবনের কারণে গত বছর আমেরিকায় মারা গিয়েছেন প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ। গাঁজা, নিকোটিন ছাড়াও বেড়েছে মদ্যপানের হার। 

তথ্য বলছে, প্রতি আট জনের মধ্যে এক জন প্রায় প্রতি দিন মদ্যপান করেছেন। যা ছাপিয়ে গিয়েছে পূর্ব বছরগুলোর রেকর্ডও।
সূত্র: আনন্দবাজার অনলাইন

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102