রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

এশিয়া কাপে নাঈম শেখ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখকে। দল থেকে বাদ পড়ার পর নাঈম বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

তার দলে অন্তর্ভুক্তির কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল আগামীকাল বিকেলে দুবাইয়ের বিমান ধরবে। নাঈম শেখ টিমের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। 

বিবৃতিতে বলা হয়, ‘আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ। ২৩ বছর বয়সী এই বাঁহাতি টি-টোয়েন্টি ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা নাঈম আগামী মঙ্গলবার দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

দল থেকে বাদ পড়ার পর উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিই নাঈমের ভাগ্য খুলে দেয়। প্রথম ম্যাচে শূন্যরান করার পরই দ্বিতীয় ম্যাচে করেন ১১৬ বলে ১০৩ রান। ১৪ চার ও ১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ব্যাটসম্যান। আর শেষ ম্যাচে আউট হন মাত্র ৩ রানে।

গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন নাঈম। শুরুর দিকে ব্যাটিংয়ে আশার আলো দেখা গেলেও ধীরে ধীরে ব্যর্থতার বৃত্তে আটকে থাকেন। টি-টোয়েন্টি ওপেনার হিসেবে স্ট্রাইক রেট ছিল দৃষ্টিকটু। ৩৪ টি-টোয়েন্টিতে ২৪ গড়ে রান করেছেন ৮০৯টি। আর স্ট্রাইক রেট ১০৩.৭১!

এশিয়া কাপের স্কোয়াডে স্বীকৃত ওপেনার ছিলেন দুজন। এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের পাশাপাশি এবার যুক্ত হলেন নাঈম। আর ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তারা ছিটকে যাওয়ায় নাঈমকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102