শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ ওয়েলসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন হত্যা মামলার আসামিকে খালাসের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত

মালদ্বীপে দ্বি পাক্ষিক ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত আলোচনা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সোমবার (২৭ জুন) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফার্সট ইকোনমি ডিপ্লোমেসি উক ২০২২ (First Economic Diplomacy Week 2022) পালন করা হয়েছে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে শুরুকৃত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোহামেদ ইয়াদ হামিদ। মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উচ্চপর্যায়ের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাই কমিশনার সহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা বিষয়ক একটি প্রেসেন্টেশন উপস্থাপন করেন।পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিভিন্ন পন্য নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  মোহামেদ ইয়াদ হামিদ Economic Diplomacy Week অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন। 

হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্রীত্বের কথা উল্লেখ করেন এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করেন। মালদ্বীপ আমদানি নির্ভর দেশ হওয়ায় তিনি সকল ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশ হতে মালদ্বীপে উন্নততর মানের পন্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। 

নৈশভোজে বাংলাদেশী খাবার ও বাংলাদেশ হতে আমদানিকৃত ফলমূল পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশ হতে আমদানিকৃত ওষুধ, এগ্রোফুড, হিমায়িত পন্য ইত্যাদি পণ্য প্রদর্শন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102