মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ মালদ্বীপে শরীয়তপুর প্রবাসীদের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) মালদ্বীপে বাংলাদেশী মালিকানাধীন হোটেল সিক্সটি সিক্স এ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমান আনিস এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের কৃতি সন্তান, মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ দুলাল হোসেন, চেয়ারম্যান ভিউ কনস্ট্রাকশন ও সাধারণ সম্পাদক মালদ্বীপ আওয়ামী লীগ, মোঃ হান্নান খান কবির, লোকাল ডাইরেক্টর, এনবিএল মানিটান্সফার মালদ্বীপ, মোঃ হাজী সাদেক সিনিয়র সহ সভাপতি মালদ্বীপ আওয়ামী লীগ, নুরে আলম রিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক মালদ্বীপ আওয়ামী লীগ, নুরে আলম ভুইয়া, ক্রীডা বিষয়ক সম্পাদক মালদ্বীপ আওয়ামীলীগ,মোঃ গাজী জাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক মালদ্বীপ আওয়ামী লীগ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবহুল ও আবেগঘন বক্তৃতা সবাইকে অনুপ্রানিত ও দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে। নিজস্ব অর্থায়নে এরকম একটি ঐতিহাসিক, জটিল ও সুন্দর স্থাপত্য নির্মানের জন্য সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে উপস্থিত সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বাংলাদেশের অপ্রতিরোধ্য অর্থনৈতিক অগ্রযাত্রায় এই পদ্মা সেতু বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে সবাই মন্তব্য করেন।