

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিসে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর জাঁকালো উদ্বোধন উদযাপন করেছে হাই কমিশন।
শনিবার (২৫ জুন) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়। অতঃপর সেতু উদ্বোধন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনান প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম ও হাইকমিশন এর প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ।
এরপর সেতু উদ্বোধন উপলক্ষে নির্মিত থিম সং প্রদর্শন করা হয়। সবশেষে হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ আগত অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উদযাপন করেন।

উদ্বোধন উপলক্ষে হাইকমিশনার অফিসে বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, পদ্মা সেতু আমাদের অহংকার এবং এটি আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেন। এই ঐতিহাসিক ঘটনার প্রাক্কালে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এ উদ্বোধন অনুষ্ঠান সরাসরি প্রদর্শন ও উদযাপন করছি। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।