শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ ওয়েলসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন হত্যা মামলার আসামিকে খালাসের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত

যে কারণে একসঙ্গে তুরস্কে গেলেন ব্রিটিশ দুই মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবার তুরস্ক সফরে যান। 

দুই গুরুত্বপূর্ণ  ব্রিটিশ মন্ত্রী একসঙ্গে তুরস্কে যাওয়ার উদ্দেশ্য- তুরস্ককে বোঝানো, তারা যেন ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যপারে বাঁধা সৃষ্টি না করে। খবর মিডল ইস্ট আইয়ের। 

ব্রিটিশ পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় ছিল ন্যাটো, আঞ্চলিক বিষয় এবং প্রতিরক্ষামূলক সহযোগিতার বিষয়গুলো। 

এদিকে গত মাসে তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনকে আহ্বান জানায়, তারা যেন জঙ্গিবাদে মদদ দেওয়া বন্ধ করে। অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পিকেকে এবং ওয়াইপিজিকে সহায়তা বন্ধ করে দেয়।

তুরস্ক হুশিয়ারি দিয়েছে, যদি তারা চায় তুরস্ক তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ভেটো না দিক, তাহলে যেন তুরস্কের দাবিগুলো মেনে নেয়।

এদিকে দুই ব্রিটিশ মন্ত্রী তুরস্ককে ন্যাটোর বিষয়ে বোঝাতে এলেও দেশটির কয়েকটি সূত্র জানিয়েছে, এ আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি। 

২৮-৩০ জুন হতে যাওয়া মাদ্রিদ সামিটের আগে এটি নিয়ে কোনো সমাধান হওয়ার সম্ভাবনাও নেই। 

তবে মিডল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে, বেন ওয়ালেস এবং লিস ট্রাস তুরস্কে এসেছেন এটি অনুরোধ করতে-যেন তুরস্ক আলোচনা অব্যহত রাখে।

সূত্রটি আরও জানিয়েছে, ফিনল্যান্ডের ক্ষেত্রে তুরস্ক অনেকটাই ইতিবাচক।তাদের ক্ষেত্রে হয়ত সহজেই তারা হ্যাঁ বলবে। কিন্তু সুইডেনের ক্ষেত্রে হ্যাঁ বলাটা তাদের জন্য কঠিন হবে। 

সূত্র: মিডল ইস্ট আই

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102