যুক্তরাজ্য অফিস: তরুনদের মধ্যে সম্প্রীতি, মেলবন্ধন সৃষ্টি, বর্তমান প্রজন্মেরকাছে খেলাটিকে জনপ্রিয় করে তুলা, সমগ্র বৃটেনের ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে যোগসূত্র স্থাপন ও ন্যাশনাল টিমে বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করার লক্ষ্যে সমগ্র ইংল্যান্ড এর বিভিন্ন শহরের খেলোয়াড়দের নিয়ে শনিবার বৃষ্টল বাংলাদেশি স্পোর্টস ক্লাব এর আয়োজনে ৭২টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ২ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২।
বৃস্টল বাংলাদেশি স্পোর্টস ক্লাব এর সভাপতি সৈয়দ আবু সাঈদ আহমদ এর সভাপতিত্বে, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল এর পরিচালনায় ও বৃস্টল বাংলাদেশি স্পোর্টস ক্লাব এর সেক্রেটারি মত্তচির আলী শোভন, বৃস্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাব এর ক্যাপ্টেন শাকিব নোমানি এর সহযোগীতায় অনুষ্টিত খেলা শেষে অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জি এস সি এর কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, ডেপুটি লর্ড মেয়রকাউন্সিলর ষ্টিভ স্মিথ, কাউন্সিলর জস ক্লার্ক, কাউন্সিলর এন্ড্রু ভার্নি, অলডারম্যান অব বৃষ্টল সিটি কাউন্সিল সুলতান খান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি সংগঠক লুৎফুর রহমান রাজা, মকলিছ মিয়া, সাইফুল ইসলাম, জিয়াঊল হক,বাংলাদেশ হাউজ সভাপতি আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মতচ্ছির, হেলাল আহমদ তফাদার, মোসলেহ আহমদ, জাহাঙ্গীর আহমদ, মাহবুব রহমান, মোকাদ্দির মিয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্টিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চারটি ক্যাটাগরীতে ৭২টি দল অংশগ্রহণ করে।
বিজয়ীদের মধ্যে ক্যাটাগরী এ চ্যাম্পিয়ান দল আনোয়ার ও মিজানুর ( লিডস / লিভারপুল), রানার্স আপ জয়নাল ও শাকিব ( পোর্ষ্টমাউথ), সেমি ফাইনালিষ্ট ইতমাম ও ইয়ার ( বার্মিংহাম), মামুন ও শাহানুর ( বার্মিংহাম/লিভারপুল)।
ক্যাটাগরী সি ও ডি চ্যাম্পিয়ান দল আফজাল ও শিবলু ( বার্মিংহাম), রানার্স আপ হামিদ ও জাহিদ ( বার্মিংহাম), সেমি ফাইনালিষ্ট জুবের ও আদিল ( নিউপোর্ট/কার্ডিফ), সুমন ও আলী(বার্মিংহাম)।
ক্যাটাগরী লোয়ার ডি চ্যাম্পিয়ান দল আমিন ও কামাল (লন্ডন), রানার্স আপ কয়ছর ও মোস্তফা (লন্ডন), সেমি ফাইনালিষ্টআবু সাঈদ ও শোভন (বৃস্টল), আব্দুর রব ও তাজ (লন্ডন) জুটি। বিজয়ী প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ান দলকে ৪০০ পাউন্ড ও ট্রফি এবং রানার্স আপ দলকে ২০০ পাউন্ড সহ ট্রফি প্রদান করা হয়।
বৃস্টল বাংলাদেশি স্পোর্টস ক্লাব এর সভাপতি সৈয়দ আবু সাঈদ আহমদ তার বক্তব্যে বলেন, আমরা খুব চমৎকার খেলা উপভোগ করলাম। সেই সাথে উপভোগ করলাম বেশ উপভোগ্য ও প্রতিযোগিতাপূর্ণ খেলা । প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আর যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে ওঠুক এই প্রত্যাশা আমাদের। যারা এই আয়োজন সফল করতে সহযোগীতা করেছেন ও স্পন্সর করেছেন তাদের সকলকে এবং সকল অংশগ্রহনকারী খেলোয়াড়দেরকে ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অতিথিবৃন্দ আয়োজকদের এ রকম প্রতিযোগিতা আয়োজনের জন্য বৃস্টল বাংলাদেশি স্পোর্টস ক্লাব এর নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে কমিউনিটি তথা বাংলাদেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি