মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

ভার‌তের রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী‌কে ১২শ কে‌জি আম পাঠা‌লেন শেখ হা‌সিনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভার‌তের রাষ্ট্রপ‌তি রামনাথ কো‌বিন্দ ও প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে বি‌শেষ উপহার হিসেবে ১২০০ কে‌জি আম পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

শুক্রবার দি‌ল্লি‌তে এসব আম তা‌দের কা‌ছে পৌঁ‌ছে দি‌য়ে‌ছে বাংলা‌দেশ হাইক‌মিশন। 

গত বছর থে‌কে শেখ হা‌সিনা ম্যা‌ঙ্গো ডি‌প্লোম্যা‌সি শুরু ক‌রে‌ছেন। ওই বছ‌রেও ভার‌তের রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী‌কে হা‌ড়িভাঙ্গা আম পা‌ঠি‌য়ে‌ছি‌লেন। বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে জ‌য়েন্ট ওয়া‌র্কিং গ্রু‌পের (জে‌সি‌সি) ‌বৈঠ‌কের এক‌দিন আগে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী। 

জে‌সি‌সি বৈঠ‌কে যোগ দি‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মো‌মেন শ‌নিবার দি‌ল্লি যা‌চ্ছেন। রোববার দি‌ল্লি‌তে জে‌সি‌সি বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে। 

‌জে‌সি‌সি বৈঠ‌কে দ্বিপক্ষীয় সম্প‌র্কের সা‌র্বিক বিষয়া‌দিসহ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আসন্ন ভারত সফ‌রের বিষ‌য়ে আলোচনা হ‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি সম্প্র‌তি দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের মাধ্য‌মে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ভারত সফ‌রের আমন্ত্রণ জানান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102