শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে স্বাগত জানানো উচিত: ইইউ প্রেসিডেন্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ইইউতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে ‘প্রার্থী’ সদস্য হিসেবে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এই পদক্ষেপের ফলে জোটটিতে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেন, হ্যাঁ, ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে স্বাগত জানানো উচিত- এটি বোঝার উপর ভিত্তি করে যে ভাল কাজ করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজও করা বাকি রয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের জন্য ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার নেতারা। ইউক্রেনকে ‘অবিলম্বে’ ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়া উচিত বলেও জানান তারা। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় পরিবারের অন্তর্গত।’

তবে জার্মান চ্যান্সেলর জানান, ইউক্রেনকে এখন সম্পূর্ণরূপে যোগদানের মানদণ্ড পূরণ করতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102