ইউ কে বিডি টিভির ভাইস চেয়ারম্যান ও বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম এর পিতা ওসমানী নগর উপজেলার খালেরমুখ বাজার সংলগ্ন মীরপুর নিবাসী প্রবিন মুরব্বী জনাব মোজেফর আলী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ১ঃ৪৫ মিনিটে উনার নিউজ বাসভবন ওসমানীনগরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের জানাযা বাদ জুমা দুপুর ২ ঘটিকার সময় উনার লিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমের শোক সন্তস্থ পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে। একবিবৃতিতে ইউ কে বিডি টিভির পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ারখায়রুল আলম লিংকন মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহানসৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
আল্লাহপাক যেন মরহুমকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান করেন এই দোয়া করার জন্য সকলের নিকট অনুরুধ জানান