রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে সংঘর্ষ ঠেকাতে ব্যবসা বন্ধের ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

শিপন আহমদ,ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী দ্বন্ধের জেরে উপজেলার ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। এসময় প্রায় এক ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার তাজপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সেনাবাহীনীর কয়েকটি গাড়ি আটকা পরে। এসময় সেনাবাহীনীর সদস্যরা লাটিচার্জের মাধ্যমে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করেছে।যে কোন সময় আবারও দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়ে রণক্ষেত্রে পরিনত হওয়ার আশংঙ্খা থাকায় ইউএনও এর নির্বাহী আদেশে আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তাজপুর বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল কার্যক্রম বন্ধ ষোষণা করা হয়েছে।

দফায় দফায় সংঘর্ষ চলাকালে উপজেলা ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মীকে দু ভাগে বিভক্ত হয়ে হামলা-পাল্টা হামলা চালাতে দেখা গেছে।তবে বিষয়টি অস্বীকার করে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়েছেন কলেজের দুই শিক্ষার্থীর দ্বন্দকে ঘিরে বাজার এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়ে পরবর্তীতে এলাকায় ছড়িয়ে পড়েছে।প্রকৃত সংঘর্ষকারীদের এখনও চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে,তাজপুর ডিগ্রী কলেজের দুই শিক্ষার্থীর দ্বন্ধের জের ধরে ছাত্রলীগদের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্রষের ঘটনা ঘটে। পরে দুপুর দুইটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্র্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে সংঘর্ষটি এলাকাভিত্তিক ছড়িয়ে পরলে বাজার এলাকার ব্যাবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।

খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাটিচার্জের মাধ্যমে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়।পরে বিকাল ৪ টার দিকে আরেক দফায় সংঘর্র্ষে লিপ্ত হয় দুই গ্রুপ। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়যনি। সংঘর্ষ চলাকালে সিলেট-ঢাকা মহাসড়েকের দুই পাশে শতাধিক যানবাহনসহ কয়েকেটি রোগীবহনকারী এম্বুলেন্সও আটকা পরে। সেনাবাহীনীর সহযোগীতায় ঝুকি নিয়ে রোগীবহকারী এম্বুলেন্স তাজপুর বাজার পাড়ি দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করে।সংঘর্ষ এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এস মইন উদ্দিন বলেন,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি নির্বাহী আদেশের মাধ্যমে বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত পূর্বক গ্রেফতারে থানা পুলিশ তৎপর রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102