যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউনে নৌকা ও চা বাগানের ম্যুরাল উদ্বোধন করেছেন ওই এলাকার নিবার্হী মেয়র জন বিগস।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পূর্ব লন্ডনের বাংলা টাউনে উদ্বোধন করা হয়েছে নতুন একটি ম্যুরালের। এর নাম ‘মাটির টান’।
আর এই ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক বছরব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আয়োজনের।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন এবং নতুন ম্যুরালটির উদ্বোধন করেন।
পাশাপাশি এই উপলক্ষে ব্রিক লেনের মুখে বাংলা টাউন তোরণটিরও সংস্কার করা হয়েছে।
খ্যাতনামা শিল্পী মোহাম্মদ আলী এমবিইর তৈরি এই ম্যুরালটিতে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। এতে নৌকার এক মাঝি এবং সিলেটে চা বাগানের এক নারী শ্রমিকের অবয়ব ফুটে উঠেছে। নানা ধরনের দেশীয় মোটিফও এখানে ব্যবহার করা হয়েছে।