মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

যশোরে পূর্ব শত্রুতার জেরে মটর পার্টস ব্যবসায়ী ছুরিকাঘাত  

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

যশোর সংবাদদাতা: যশোরে পূর্ব শত্রুতার জেরে হাফিজুর রহমান (২১) নামে মটর পার্টস ব্যবসায়ী এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে মনিহার সিনেমা হলের সামনের সেলুনে এ ঘটনা ঘটে।

শহরের পশ্চিম বারান্দিপাড়ার সোনা মিয়ার ছেলে হাফিজুর। আহতের পরিবারের দাবি- শহরের আলোচিত সন্ত্রাসী গোল্ডন সাব্বির, হ্যাপি ও হুরাইরা মিলে তাকে ছুরিকাঘাত করেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

আহতের ভাবী হাসি বেগম অভিযোগ করেন, হাফিজুর সকালে মনিহার সিনেমা হলের পশ্চিম পাশ্বের গলির দৃপ্তি সেলুনে যান চুল কাটাতে। এসময় যশোর শহরের বহুল আলোচিত সন্ত্রাসী গোডেন সাব্বির, হ্যাপি ও হুরাইরাসহ আরো কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা তার বুকে ও বাম পাশের পাজরে ছুরি মেরে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিনুর রহমান সোহাগ বলেন, হাফিজুরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে শুরু করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102