যশোর সংবাদদাতা: যশোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তোতা মিয়া (৩৫) নামে বাসের সহকারী নিহত হয়েছেন। এসময় নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ির নম্বর ০০৪২।আহতরা অনেকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিয়ে বাসায় ফিরে গেছেন এবং গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলেন, বাসটির হেলপার পুলিরহাটের সজীব হোসেন (২০), ঝিকরগাছা বাঁকড়া গ্রামের লুৎফার রহমান (৪২), মতিয়ার রহমান (৪০), রোকেয়া খাতুন (৩৫), মুন্নি (১২), ঝিকরগাছা কৃষ্ণ নগরের চৈতি কর্মকার (১৮), নাভারনের আখি খাতুন (৩১), নাভারন পাচঁপোতার রোকেয়া বেগম (৩০), লাউজানি গ্রামের রেক্সনা খাতুন (৩৫), রোজিনা খাতুন (১৭), সেলিম হোসেন (৩০), কাটাখালীর লিলিমা বেগম (৪৫), বেত্রাপোলের সালমা (২৭), সালেহা খাতুন (৩০) সহ আরোও অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনুর রহমান সোহাগ জানান, বাস এক্সিডেন্টে হাসপাতালে এখন পর্যন্ত ১৩ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর রুগী তিনজন।
যশোর হাইওয়ে থানার এসআই আমিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে। তোতা মিয়া যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের হাফিজুর শেখের ছেলে।আহত বাসের হেলপার সজীব হোসেন জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে বাসটি যশোর আসার সময় পথিমধ্যে মালঞ্চ নামক স্থানে রাস্তায় থেমে থাকা ট্রাক অভারটেক করার সময় সামনে থেকে আচমকা আরো একটি বাস এসে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।