শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

ইউক্রেনীয়দের বিশেষ সুবিধা বন্ধ করে দিল আরব আমিরাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

শাহিন সৌদি থেকে: আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটি ইউক্রেনের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার বিষয়টি স্থগিত করে দিয়েছে। 

মানে এখন ইউক্রেনের কোনো নাগরিক যদি আরব আমিরাতে আসতে চায় তাহলে তাদের আগে ভিসা নিতে হবে এরপর আমিরাতের উদ্দেশে রওনা দিতে হবে। 

আগে আরব আমিরাতে তাদের জন্য বিশেষ সুবিধা ছিল।  ফলে আরব আমিরাতে এসে ভিসা নিতে পারতেন ইউক্রেনীয়রা। 

ফেসবুকে ইউক্রেনের দূতবাসের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগায় অনেকেই আরব আমিরাতে আশ্রয়ের উদ্দেশে আসতে পারে। এ আশঙ্কা থেকেই অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে দিল তারা। 

আরব আমিরাতের মোট জনসংখ্যার বেশিরভাগই অন্য দেশের। আরব আমিরাতে প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় বসবাস করেন।  কিন্তু যুদ্ধের সময় কেউ আসা মানে শরণার্থী হিসেবে তাদের আশ্রয় দিতে হবে। 


বিশ্বের বিভিন্ন দেশ শরণার্থী গ্রহণ করলেও ইরাক, সিরিয়া, ইয়েমেন বা আফগানিস্তান থেকে কোনো শরণার্থীকে আশ্রয় দেয় না। 

এদিকে গত সপ্তাহে  ইউক্রেনে হামলা করায় জাতিসংঘে রাশিয়ার  উপর নিন্দা প্রস্তাব আনা হয়।  কিন্তু এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে আরব আমিরাত। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102