যুক্তরাজ্য অফিস: বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের সার্ভার এর যান্ত্রিক গোলযোগ এর কারণে সাময়িকভাবে সকল প্রকার পাসপোর্ট, ভিসা ও এনভিআর প্রদান করা সম্ভব হচ্ছে না । লন্ডন থেকে সেবা প্রদান সাময়িক বন্ধ থাকলেও অন্যান্য হাইকমিশনের মাধ্যমে সকল প্রকার সেবা প্রদান করা হবে এজন্য সেবা গ্রহিতাদের আতংকিত না হওয়ার জন্য হাইকমিশন থেকে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছে।
হাই কমিশন প্রদত্ত প্রেস রিলিজে জানানো হয় যে, গত ১৪ই ডিসেম্বর (মঙ্গলবার ) বিকাল হতে বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ সম্পুর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। সার্ভারের মূল কারিগরি বিষয়সমূহ ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত বিধায় গতকাল হতে অদ্যাবদি হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টা স্বত্বেও তা পুন:কার্যকর করা সম্ভব হয়নি। সার্ভারটির এই সংকটময় অবস্থার কথা ইতোমধ্যেই ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে জানানো হয়েছে এবং ঢাকা হতে একটি উচ্চ পর্যায়ের কারিগরি টিম জরুরী ভিত্তিতে অতি দ্রুততার সাথে লন্ডন পৌছাঁনোর প্রতিশ্রুতি পাওয়া গেছে।
উদ্ভুত পরিস্থিতিতে হাইকমিশনে অদ্যাবধি জমাকৃত সকল পাসপোর্ট, ভিসা ও এনভিআর আবেদনসমূহ জরুরিভিত্তিতে ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন হতে প্রক্রিয়াকরণপূর্বক লন্ডনস্থ হাইকমিশন হতে ডেলিভারী প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যে সকল ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীর জরুরীভিত্তিতে আগামীকাল বা অতি সত্তর ঢাকা ভ্রমণের প্রয়োজন রয়েছে তাঁদেরকে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর অথবা বাংলাদেশস্থ অন্য কোন আন্তর্জাতিক বিমান বন্দর হতে অন এরাইভাল সংগ্রহের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এ প্রেক্ষিতে এমআরপি, এনভিআর এবং পাসপোর্ট সংক্রান্ত অতি জরুরী যে কোন তথ্যের জন্য বাংলাদেশ হাই কমিশনের (fspv.bhcl@gmail.com) ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।
সার্ভারের যান্ত্রিক ক্রটির কারণে উদ্ভুত এই অপ্রত্যাশিত সাময়িক সমস্যার জন্য বাংলাদেশ হাইকমিশন লন্ডন আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।