যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অনেকেই বিস্মিত। গত বুধবারের ওই হামলায় বিস্ময় প্রকাশ করেছেন বিশ্বনেতারাও। কিন্তু যাঁরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির ষড়যন্ত্রতত্ত্ব ও অনলাইনে কট্টরপন্থী গ্রুপগুলোর কার্যক্রমের ওপর নজর রেখেছিলেন, তাঁরা সম্ভবত বিস্মিত হননি। কারণ, সেখানে হামলার ইঙ্গিত সব সময়ই ছিল।
ষড়যন্ত্রতত্ত্বের বীজ বোনা হয়েছিল নির্বাচনের আগেই। বিবিসির খবরে বলা হয়েছে, ষড়যন্ত্রতত্ত্বের একটি বড় যাত্রা শুরু হয় ৩ নভেম্বর নির্বাচনের রাতে। ওই দিন ভোট গণনা শুরুর পর রাত আড়াইটার দিকে হোয়াইট হাউসে ইস্ট রুমে যান এবং নিজেকে বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা বিজয়ী হতে চলেছি। স্পষ্টভাবে বললে, আমরা বিজয়ী হয়েছি।’ এর এক ঘণ্টা পরই ট্রাম্প টুইট করেন, তাঁরা (ডেমোক্রেটিক পার্টি) নির্বাচনের জয় চুরি করার চেষ্টা করছে।
আদতে ট্রাম্প নির্বাচনে জেতেননি। কিন্তু তাঁর গোড়া সমর্থকেরা নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে ৩ নভেম্বর নির্বাচনের ৬৫ দিন পর ক্যাপিটলে হামলা চালালেন। কিউঅ্যানন ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী ‘স্টপ দ্য স্টিল’ গ্রুপের সদস্য এবং বিভিন্ন ডানপন্থী উগ্রবাদী সংগঠনের সদস্যরা এ হামলায় অংশ নেন। কিউঅ্যানন ষড়যন্ত্রতত্ত্ব অনুযায়ী, শয়তানের উপাসক ও শিশু নিপীড়ক একটি গোপন সংগঠন বিশ্বব্যাপী তৎপরতা চালাচ্ছে। ট্রাম্প এ গোপন সংগঠনের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন।
ক্যাপিটল ভবনে হামলার প্রায় ৪৮ ঘণ্টা পর টুইটার ট্রাম্পপন্থীদের অ্যাকাউন্ট সরাতে শুরু করেছে। সবশেষে ট্রাম্পের অ্যাকাউন্টটিও স্থায়ীভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই যা হওয়ার হয়ে গেছে।
এ নির্বাচনে কারচুপি হতে পারে, এমন ষড়যন্ত্রতত্ত্বের বীজ ট্রাম্প বুনেছিলেন নির্বাচনের আরও কয়েক মাস আগে। নির্বাচনের দিন এ ভোট কারচুপির অভিযোগ বড় আকার ধারণ করে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া থেকে একটি ভিডিও প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়, এক রিপাবলিকান পর্যবেক্ষককে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুহূর্তে এ ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু অভিযোগটি ছিল মিথ্যা। এমন অনেক ভিডিও, ছবি, গ্রাফিকস ও অভিযোগ ইন্টারনেটনির্ভর প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে দেওয়া হয়।
এদিনের পর নতুন একটি হ্যাশট্যাগ চালু হয়। সেটি হলো, ‘স্টপ দ্য স্টিল’ (ভোট চুরি বন্ধ করো)। এ হ্যাশট্যাগ বার্তার পেছনে আরেকটি বার্তা ছিল। সেটি হলো ট্রাম্প আসলে বিশাল জয় পেয়েছেন। কিন্তু একটি অশুভ শক্তি তাঁর জয় চুরি করেছে।