

শাহারুল ইসলাম ফারদিন: মিটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যশোর পৌরসভার মেয়র ও বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। বুধবার ২৪ নভেম্বর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে “যশোর মুক্ত দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা’র মিটিং চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। সেখানেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মিরা দ্রুত উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে পৌর মেয়র যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামান বলেন, মিটিং চলাকালে মেয়র সাহেবের সুগার লেভেল জিরোতে নেমে আসে। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তার সুগার লেভেল বেড়ে ১২ শতাংশে পেঁছেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে করোনারি কেয়ার ইউনিটে ৩০৪ নাম্বার কেবিনে পর্যাবেক্ষনে রাখা হয়েছে।
মেয়রের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।