শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিউজ পোর্টাল ইউকেবিডিটিভি.কম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিউজ পোর্টাল ইউকেবিডিটিভি.কম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এসময় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মুজিব শতবর্ষ উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু” শিরোনামে ইউ কে বিডি টিভির বিশেষ ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বৃস্টল বাথ এন্ড ওয়েষ্ট যুবলীগের সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর পরিচালনায় ও ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি, প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য (প্রশাসন) ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, বিশেষ অতিথি হিসেবে আলোচনায়  অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি ও ইউ কে বিডি টিভির উপদেষ্টা সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সর্ব ইউরোপীয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড: ফয়জুল হক।অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে গান পরিবেশন করেন নতুন প্রজন্মের প্রতিনিধি শিশু শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়।বক্তাগন তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনপূর্বক উল্লেখ করেন যে, এই দিনটি লক্ষ শিশুর মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠার প্রতীকী দিন। টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া যে ছোট খোকা একদিন বাংলাদেশের মানুষের মুক্তির মহানায়কে রূপান্তরিত হয়েছিলেন তাঁর ভালবাসার শিক্ষা ও অধিকার আদায়ের চেতনা থেকে সকলকে শিক্ষা নেওয়ার আহবান জানান। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশীদেরকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহবান জানানো হয়। বক্তারা বলেনকিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়। পেশার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ও পরিবার-পরিজনের জীবন-জীবিকা নির্বাহ করেন। আর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার একটি মহান ক্ষেত্র। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই ঘুরপাক খেতে হবে।’আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ আর নেই।

এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা।সব বাধাবিপত্তি অতিক্রম করে এ দেশকে আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শোষণ-বঞ্চনামুক্ত, ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবই, ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার ২০৪১ ভিশন বাস্তবায়নে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , নিউপোট যুবলীগে সভাপতি শাহ শাফি কাদির, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম প্রমুখ।অনুষ্টানের দ্বিতীয় পর্বে ইউকে বিডি টিভির ডাইরেক্টর ও সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তিকরেন ড. নাজমা কবির, কানিজ রহমান রেশমা,বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন সংগীত শিল্পী পাপ্পু আহমেদ ও রাশিদা খান বানু । আরো সংযুক্ত ছিলেন নিউজ পোর্টাল ইউকেবিডিটিভি ডটকম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম, বার্তা সম্পাদক মো.শাহজাহান মিয়া, সহকারী বার্তা সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন সহ দেশ ও বর্হি বিশ্বের সকল রিপোর্টার, কলাকৌশলী কম্পিউটার অপারেটর ও সাংবাদকর্মী বৃন্দ।

ইউকেবিডি/লে/ইউকে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102