রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মূখ্য সচিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেছেন, সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর,পরিকল্পিত ও বাসযোগ্য গড়ে তোলাই বর্তমান সরকারে অন্যতম লক্ষ্য।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহিতে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিদর্শন ও চারা গাছ রোপন শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুখ্য সচিব আরো বলেন, মুজিবশতবর্ষ উপলক্ষে সরকার ঘর নাই বাড়ি নাই এমন পরিবারগুলোকে মাথা গোঁজার ঠাই করে দিতে দেশব্যাপী গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নেয়।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহিতে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহহীনদের জন্য তৈরি নতুন ঘর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102