বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে বাস দুর্ঘটনায় ড্রাইভার নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় রুস্তুম আলী (৫২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে দশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনকে যশোর জেনারেল হাসপাতালে ও ছয় জনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) যশোর-নড়াইল সড়কে বাঘারপাড়ার দাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে।

জানা যায়, সকালে যশোর-কালনা রুটের বাসচালক রুস্তম যশোর থেকে বাস চালিয়ে নড়াইলে যাচ্ছিলেন। পথে বাঘারপাড়ার দাতপুরে পৌঁছলে বাসের একটি চাকা ব্লাস্ট হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় চালকসহ ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় চালক রুস্তমকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই রুস্তুম আলী মারা যান তবে অন্যরা আশঙ্কামুক্ত রয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102