শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ এই পর্যন্ত দেখেছেন

নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থার’ (বাসস) এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, পরে কদরুল হাসানকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

লবণচরা থানার এসআই অনুপ কুমার জানিয়েছেন, কদরুল হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা জানান, গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কদরুল হাসানের। পরে তার সন্ধান চেয়ে গত সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102