শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

ইরানকে যে জরুরি বার্তা পাঠালেন সৌদি যুববাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

মধ্যপন্থি মাসুদ পেজেশকিয়ান স্বল্প পরিচিত একজন আইনপ্রণেতা ও কার্ডিয়াক সার্জন থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ইসলামিক প্রজাতন্ত্রটির নবম প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে একটি জরুরি বার্তা পাঠিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের প্রতিমন্ত্রী যুবরাজ মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজ মঙ্গলবার (৩০ জুলাই) মোহাম্মদ বিন সালমানের ওই বার্তা নিয়ে তেহরান পৌঁছান।

সেখানে তিনি এটি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে পৌঁছে দেন। বুধবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য সৌদি যুবরাজ ইরানে ওই পত্র পাঠান। এসময় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ সৌদি আরবের প্রতিমন্ত্রী যুবরাজ মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজকে স্বাগত জানান এবং দুই ভ্রাতিপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, তেহরানে সৌদি দূতাবাসে ২০১৬ সালের হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এর ৭ বছর পর চীনের মধ্যস্থতায় ২০২৩ সালে ইরান এবং সৌদি আরব আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজী হয়। দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরুর আলোচনা হয়। সেই সঙ্গে দু’দেশ পরস্পরের রাজধানীতে তাদের বন্ধ দূতাবাসের দরোজা খোলারও সিদ্ধান্ত নেয়। চীনের মধ্যস্থতায় গত বছর বেইজিং এ দু’দেশের মধ্যে এক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। দুটি দেশই এক্ষেত্রে বেইজিং এর ভূমিকার প্রশংসা করেছে। খবর: আরব নিউজের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102