রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈশ্বরদীতে চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানালেন মিল মালিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

ঈশ্বরদী থেকে মোঃ আক্তারুজ্জামান মিরুঃ ঈশ্বরদীতে নির্মানাধীন আর.বি রাইস ব্রান ওয়েল মিলের মালিকের নিকট চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার ইস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্মানাধীন আর.বি রাইস ব্রান ওয়েল মিলের মালিক মধু বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি মেনে এ মিলের নির্মাণ কাজ শুরু করেছি। কাজ শুরুর তিন মাস পর থেকে স্থানীয় একটি স্বার্থন্বেষী মহল নানাভাবে বাধা ও ষড়যন্ত্র করে আসছে। ঈদুল আযহার পূর্বে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঈদের পর মিল নির্মাণ কাজ বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। গত ২২ জুলাই স্বার্থন্বেষী মহল কতিপয় লোকজনকে একত্রিত করে নির্মাণাধীন আর.বি রাইস ব্রান ওয়েল মিলের সামনে মানববন্ধন করে আমাকে মারধর ও মিল ভেঙ্গে ফেলার হুমকি দেয়।

তিনি চাঁদাবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, বীর মুক্তিযোদ্ধা আফতাব খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূর আলী, ব্যবসায়ী ঈদ্রিস আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর ইউসুফ আলী প্রধানসহ স্থানীয় শত শত ব্যবসায়ী এসময় উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102